শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন
রিমন পালিত: স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগীতায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একিই স্থানে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মতিয়া চেীধুরী , সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পৃথিবীতে যা কিছু ভাল করিয়াছে তার অর্ধেক করিয়াছে করিয়াছে নারী । সব কিছুতে নারীদের বর্তমানে সমান অধিকার রয়েছে । মেয়েরা এখন আর পিছিয়ে নেই, যুগের সাথে তাল মিলিয়ে তারাও এখন সব কাজে অংশগ্রহন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন অফিস আদালত ছাড়াও সকল ক্ষেত্রে মেয়েরাও এখন পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করছে। তাই মেয়েরা যে সমাজের বোঝা নয় সেটা তারা তাদের কর্মকান্ডের মাধ্যমে তুলে ধরেছে।
অনুষ্ঠানে উপস্থিত সকলে মেয়েদেরকে বোঝা মনে না করে সমাজের উন্নয়নের সমান পথপর্দশক হিসাবে মনে করার জন্য সকলের কাছে আহব্বান জানান।
Leave a Reply