সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫২ অপরাহ্ন
বান্দরবানে জাতীয় ভ্যাট ও ভ্যাট সপ্তাহ -২০১৮ উপলক্ষ্যে “আগামী দিনের ভ্যাট ও বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটের হলরুমে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাস্টার। বান্দরবান বিভাগের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর বিভাগীয় কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর অতিরিক্ত কমিশনার মোঃ কামরুজ্জামান। এছাড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর যুগ্ন কমিশনার মোঃ তফসির উদ্দিন ভূঁঞাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, বান্দরবান পার্বত্য জেলা দেশের দূর্গম জেলা হওয়া সত্বেও এখানকার ব্যবসায়ীরা নিয়মিত ভ্যাট প্রদান করছে। ব্যবসায়ীরা কখনোই ভ্যাট ফাঁকি দিচ্ছেনা। এসময় তিনি সকল ব্যবসায়ীকে সময়মত ভ্যাট প্রদান করতে অনুরোধ জানান।
Leave a Reply