বুধবার, ২৫ মে ২০২২, ০৭:১০ পূর্বাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটার:
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বান্দরবান জেলা পরিষদে।
আজ শনিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাসাপ্রু।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংগ্রহণকারী তিনজন ছাত্র-ছাত্রীকে পুরস্কার ও জেলার তিনজন সেরা মৎস্য চাষীকে ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply