শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন
রিমন পালিত, স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে জাল ১ হাজার টাকার জাল নোট সহ ১ জনকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ । আগামী কাল রাত ৯টায় বান্দরবান সদড় থানার অফিসার ইনচার্য মোহাম্মদ শাহিদুল ইসলাম চেীধুরীর নেতৃত্বে এসআই মাহজারুল হক ও সঙ্গীয় ফোর্সেও পরিচালনায় বান্দরবান পেীরসভার ৮ নং ওর্য়াড হাফেজঘোনা এলাকার গাজীর দোকান থেকে এই জাল নোট ব্যাবসায়ী আমেনা বেগম(৩০), কে আটক করে ।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে উক্ত মহিলা জাল নোট ব্যবসায়ী নিজের নাম আমেনা বেগম(৩০), স্বামী-সাদ্দাম হোসেন, পিতা-মোহাম্মদ আলী, মাতা-মমতাজ বেগম, সাং-লাঙ্গী পাড়া, ৯নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা ও জেলা-বান্দরবান বলে জানায় এবং সে জাল নোট চক্রের সাথে জড়িতবলে স্বীকার করে ।
এই বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী প্রশাসন জানান ,পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে জাল নোট চক্র সক্রিয় হচ্ছে। জাল নোট চক্রের বিরুদ্ধে বান্দরবান সদর থানার বিশেষ টিমের উক্ত অভিযান অব্যাহত থাকবে। আজ অত্র বিষয়ে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply