রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন
স্টাফ রির্পোটারঃ
বান্দরবান সড়কে পশ্চিম বালাঘাটা বেতারের সামনে প্রাইভেট জিপ ও তিন চাকা মাহিন্দ্রার মুখামুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষটি হয়েছে আজ বুধবার দুপুর ৩ ঘটিকার সময়।
বান্দরবান সদর উপজেলা ২ নং কুহালং ইউনিয়নের আমতলী পাড়া নারী সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, ১. মেসাইনু মারমা(৬০), ২.মেসাপ্রু মারমা (৫০), ৩. নুমেপ্রু মারমা(৪৫), ৪. শোভারানী বড়ুয়া (৫৫) একজনের অবস্থা আসংখ্যা জনক বলে যানা গেছে। আহতদেরকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে।
Leave a Reply