শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে জে: এস এস নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৭৯ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে বান্দরবান জেলা শাখা কার্যালয়ে এই অনুষ্ঠানটি পালিত হয়। বান্দরবান জেলা শাখার জে এস এস সভাপতি উছোমং মারমার সভাপতিত্বে ৭৯ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা।
এই সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা শাখার জে: এস এস সহ-সভাপতি অংথোয়াং চিং মারমা, সাধারন সম্পাদক ক্যাবামং মারমা, পাহাড়ী ছাএ পরিষদ কলেজ শাখার সাধারন সম্পাদক থোয়াই ক্যজাই চাক, জেলা পিসিপির কলেজ শাখার বা অংসিং মারমাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জুন্ম জাতিকে তাদের মৌলিক অধিকার দিলে সকল আদিবাসী সবার সাথে দেশের উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ নির্মানে কাজ করে যাবে আর তখন দেশ হবে উন্নত। পাহাড় উন্নয়ন ছাড়া দেশর উন্নয়ন ভাবা যায় না। তাই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন হবে, তবেই হবে দেশের উন্নয়। অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় ।
Leave a Reply