শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
স্টাফ রির্পোটারঃ
বান্দরবানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১ তম জন্ম মহোৎসব পালন করা হয়েছে ।
আজ ২১ ডিসেম্বর শুক্রবার সকালে মেঘলা বান্দরবান সৎসঙ্গ বিহারে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয় । উৎসব উদ্যাপন কমিটির সভাপতি গোপন ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয় । এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমল কান্তি দাশ , ধর্মীয় সহ প্রতি ঋত্বিক রাখাল চন্দ্র দে , বান্দরবান সৎসঙ্গ বিহারের উপদেষ্ঠা তপন কুমার দাশ, অর্থ সম্পদক লিংকন দে নয়ন, সাধারন সম্পাদক টিংকু পুরোহিত , সদস্য অভি তালুকদার , বাপ্পা দাশ সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে অতিথিরা ঠাকুরের জীবনী পাঠ সর্ম্পকে আলোকপাত করেন এবং সকলের উদ্দেশ্য বলেন, একজন সৎ গুরু হল একটি জীবনের পথ পরিদর্শক , তার নিদের্শনা পারে জীবনকে পাল্টে দিতে । তাই জীবন পাল্টাতে সৎ যোগ্য গুরুর শরণাপন্ন হওয়ার আহব্বান জানানো হয় । পরিশেষে অতিথিরা সকল মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন যাতে দেশের সব মানুষের মঙ্গল হয় ।
Leave a Reply