বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক; বান্দরবানঃ
বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (১৫জুন) সকাল ১১টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান সদর এলাকার ৫০০ পরিবারের মাঝে ১০কেজি চাউল, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এমডিপি) আয়োজনে উক্ত বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এমডিপি) নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়। উক্ত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার যোবায়ের সালেহীন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, ডিজিএফআই অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুজ্জামান, এনএসআই উপ-পরিচালক শাহজান খান, প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ধরনের একটি উদ্যোগ নেয়ার জন্য ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এমডিপি) সংস্থা ও সংস্থার নির্বাহী পারচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন। আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
Leave a Reply