সোমবার, ২০ মার্চ ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান উজানী পাড়া রাজবিহারে বিহারধক্ষ্য প্রয়াত রাজগুরু উঃ চাইন্দাওয়ার মহাথেরো অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান হতে যাচ্ছে আগমী বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী। সারা দেশ থেকে ৩শ জন বিহারধক্ষ্য ও মহাথেরোগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উজানী পাড়া রাজগুরু বিহার সূত্রে, আগামী ২রা জানুয়ারী ও ৩রা জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী ধর্মীয় রীতিনীতি ও গাম্ভীর্যের সাথে অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি আগমনের সাথে সাথে প্রয়াত উঃ চাইন্দাওয়ার মরদেহ বিহার থেকে নামিয়ে চাইক্যং এ রেখে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন করা হবে। তার পর ধর্মীয় গান ও নৃত্যের সাথে সাথে তার মরাদেহকে দোলনায় দোলা হবে। দুপুর ২ টার সময় চাইক্যং এর সামনে ঐতিহ্যবাহী সইং নৃত্য পরিবেশন করে অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হবে। এর পর বিহার সংলগ্ন ফাতেমা রানী গীর্জা মাঠে সইং নৃত্য পরিবেশ করবে বিভিন্ন গ্রাম থেকে আগত নৃত্য শীল্পিবৃন্দরা। রাত্রে সাস্কৃতিক অনুষ্ঠান জ্যাহ অনুষ্ঠান পরিবেশন করা হবে।
৩রা জানুয়ারী শুক্রবার সকাল ৮টায় ফাতেমা রানী গীর্জা মাঠে ২৬টি সইং দল নৃত্য পরিবেশন করবে বিকাল পর্যন্ত। বিকাল ৫টায় প্রয়াত উঃ চাইন্দাওয়ারা মরদেহকে প্রায় দুই হাজার ধুম্যর বাজি ফাটিয়ে অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, উজানী পাড়া বৌদ্ধ বিহারে বিহার অধক্ষ্য হিসেবে দীর্ঘদিন থেকে বুদ্ধের শাসন, ধর্ম দেশনা এবং বিদর্শন ভাবনার জ্ঞান দেশনা দিয়ে সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন।
Leave a Reply