শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে বান্দরবান কেরানীহাট সড়কের যৌথ খামার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশ কোচ সেন্টমার্টিন (ননএসি) বাসের সাথে বান্দরবান থেকে কেরানিহাটের দিকে ছেড়ে যাওয়া আদিল এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্স হয়।
এতে দুই বাসে অবস্থানরত প্রায় ১৩ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় আদিল এন্টারপ্রাইজের ড্রাইভার মো:শফি। এদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলে ও দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া আদিল এন্টারপ্রাইজের ড্রাইভার মো:শফিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় ।
দুর্ঘটনা পরপরই স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্বার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেন্টমার্টিন পরিবহণে বান্দরবানে বেড়াতে আসা কয়েকজন পর্যটকও রয়েছে তবে তারা গুরুতর আহত হয়নি।
Leave a Reply