বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৮:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
“সত্য প্রকাশের আপোষহীন” এই প্রতিপাদ্যকে ধারণ করে বান্দরবানের “দৈনিক সময়ের আলো” ১ যুগ পেরিয়ে ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে বান্দরবান পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসলাম বেবী বলেন, সাংবাদিকরা হলেন আজকের দর্পণ। মিডিয়া এবং যাবতীয় প্রচার মাধ্যমকে একে অপরের পরিপূরক হিসেবে দ্বায়িত্বপালন করতে হবে। একটি বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সারাবিশ্বের কাছে পরিচিত লাভ করতে পারে।
শেষে তিনি বলেন, বিশেষ করে সম্প্রীতির বান্দরবান যাতে বিনষ্ট না হয় সেইদিকে সু-নজর রাখার পরামর্শ দেন পৌর মেয়র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ওয়ার্ড কাউন্সিলর সালেহা বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, জেলা প্রেস ক্লাবের সাধারণ মিনারুল হক সহ জেলা কর্মরর্ত সাংবাদিকবৃন্দ।
Leave a Reply