বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে অংথুই মারমা নামে এক ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বান্দরবান জেলা দায়রা জজ হ্লা মং এ রায় দেন। সাজাপ্রাপ্ত অংথুই প্রু বান্দরবান সদর উপজেলার মধ্যমপাড়া এলাকার চিং শৈ উ মার্মা ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১৬ সালের ২০জুলাই বিকালে উজানী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০ বছর বয়সী এক ছাত্রী বিকেলে স্কুল মাঠে ফুটবল অনুশীলন করতে গেলে বিদ্যালয়ের দপ্তরী অংথুই প্রু মারমা ২য় শ্রেণীতে পড়–য়া ওই ছাত্রীকে চকলেট দেওয়ার কথা বলে ফুসলিয়ে ধর্ষণ করে। ঘটনার পর এক সহপাঠীর মাধ্যমে বিষয়টি জানাজানি হলে ভিকটিমের মা বাদী হয়ে বান্দরবান সদর থানায় ১২০, তারিখ- ০৯/১১/২০১৬ করেন। পরে পুলিশ অংথুই মারমাকে গ্রেফতার করে বান্দরবান সদর থানার এসআই মোহাম্মদ বেলাল তদন্ত শেষে অভিযোগপত্র দেন।
Leave a Reply