সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:২৫ অপরাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোাটারঃ
বান্দরবানে ধুমপান ও তামাক জাত ব্যবহার নিয়ন্ত্রনে মোবাইল র্কোট অভিযান পরিচালিত হয়েছে ।
আজ ১৯ নভেম্বর সোমবার দুপুরে অতিরিক্ত সহাকারী ম্যাজিস্ট্রেট মো: রেদুয়ানুল হালিমের পরিচালনায় বান্দরবান বালাঘাটা বাজারে মোবাইল র্কোট অভিযাণ পরিচালনা করা হয় । মোবাইল কোট পরিচালনায় এই সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনিটারি কর্মকর্তা সুশিলা কর্মকার।
ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় ২০০৫ এর ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১১ এর উপধারা ১ মোতাবেক বালাঘাটা শাহ মাজদিয়া সাতকানিয়া হোটেলকে নগদ ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং তাকে পরিচ্ছন্ন পরিবেশে রান্না করার পরামর্শ প্রদান করা না হয় পরিবর্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করা হয় । এই সময় আশে পাশের অনান্য হোটেলগুলোকেও সর্তক করা হয় , কারন আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই সাধারন মানুষগন এই সব খাবার হোটেল গুলো থেকে খাবার খেয়ে থাকি কিন্তু তা কি পরিবেশে রান্না করছে তা আমরা উপলব্দি করতে পারি না , অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা এই সব খাবার খেয়ে সাধারন জনগনকে নানা রোগের ভোগান্তিতে পরতে হয় । তাই ভাল পরিবেশে রান্না করা খাবার খেয়ে যাতে সবাই সুস্থ্য থাকে সেদিকে লক্ষ্য রেখে হোটেলের মালিকদের ভাল পরিচ্ছন্ন পরিবেশে খারার রান্না করার আহব্বান জানানো হয়।
Leave a Reply