শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন
রিমন পালিত:স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন সিএইচটি প্রকল্পের আওতায় বান্দরবানের সুয়ালক ইউনিয়নের চেীধুরী পাড়ায় ৩ লাখ কেজি চা উৎপাদন ক্ষমতাসম্পন্ন আধুনিক চা কারখানার শুভ উদ্ধোধন করা হয়েছে ।
১ অক্টোবর মঙ্গলবার বিকালে এই চা কারখানার শুভ উদ্ধোধন করা হয় । বাংলাদেশ চা বোর্ডের সচিব কুল প্রদীপ চাকমার সভাপতিত্বে চা কারখানার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, এই সময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান, চা বোর্ডের গবেষণা ও উন্নয়ন বিয়ষক সদস্য মো: গোলাম মাওলা, অর্থ ও বানিজ্য সদস্য মো: ইরফান শরীফ, বান্দরবান জেলার চা বোর্ডের সভাপতি মংক্যচিং চেীধুরী, চা বোর্ডের প্রকল্প পরিচালক মো: আমির হোসেন সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এতদিন ধরে বান্দরবানে কোন চা প্রক্রিয়াজাত কারখানা না থাকায় অত্র এলাকার ক্ষুদ্রয়তন চা বাগান মালিকরা চট্টগ্রামের বিভিন্ন চা কারখানায় কাঁচা চা পাতা নিয়ে যাওয়ার ফলে অধিকাংশ সময়ে তাঁদের চা পাতার গুনগত মান নষ্ট হয়ে যেত , ফলে পাতার নায্য মূল্য প্রাপ্তি হতে বঞ্চিত হতো কৃষক ও মালিকরা। বান্দরবানের ক্ষুদ্রয়তন চা বাগান মালিকদের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষে এই এলাকায় চা সম্প্রসারন প্রকল্প শুরু করা হয় । যদিও প্রক্রিয়াজাতকরন কারখানার নাথাকায় এ অঞ্চলে এতদিন চা সম্প্রসারন তেমন বেশি বৃদ্ধি পায়নি । তাই বান্দরবানের চা শিল্পের অগ্রগতি বৃদ্ধির লক্ষে এই কারখানা প্রতিষ্ঠা করার সিধান্ত গ্রহন করা হয়।
বর্তমানে এই প্রকল্পের অধীনে প্রায় ২০ লক্ষ চা চারা বিনামূল্যে বিতরনের মাধ্যমে ৩০০ হেক্টর জমিতে আবাদ করা হবে। বান্দরবান জেলার মোট ২৯১ জন চাষীকে এই চা চাষে নিবন্ধিত করা হয়েছে । অতিথিরা সকলে আশা করছেন উপযুক্ত পরিচর্যা পেলে সকলের সার্বিক সহযোগিতা পাশে থাকলে বান্দরবানেও চা চাষ একসময় আরো বেশি বৃদ্ধি পাবে ।
Leave a Reply