মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন
রিমন পালিত. স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে নামিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে মরহুম আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদ।
৫ ডিসেম্বর শুক্রবার বিকালে মরহুম আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মরহুম আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদের সভাপতি মোঃ আসিফ ইকবাল এর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মরহুম আলী মিয়া কবিরাজ সংসদের সাধারণ সম্পাদক আল জাওয়াদ সাফি সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন- দিন দিন জিনিস পত্রের লাগামহীন বৃদ্ধিতে সাধারণ মানুষজন খুবই কষ্টে পড়ে গেছে। তাই মূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে , দ্রব্য সামগ্রী কেনার সাধ্য থাকবে। কিন্তু বর্তমানে যে বাজার পরিস্থিতি তাতে সারাদিন কষ্ট করেন যে অর্থ রোজগার আয় হয় তা সম্পূর্ণ অর্থ দব্য মূল্যের পিছনে খরচ হয়ে যায় সঞ্চয় করার মত আর কোন কিছু বাকি থাকে না। তাই দব্য মূল্য নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষকে তাদের সাধ্যের মধ্যে সবকিছু কেনার ব্যবস্থা করে দিলে সাধারণ মানুষজন অনেক উপকৃত হতো।
Leave a Reply