বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে এক ট্রাক চালককে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১৫ দিনের সাজা দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ফলে সারে ১০টা থেকে চট্রগ্রাম, কক্সবাজারসহ দুরপাল্লা ও অভ্রন্তরীন সব সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। আটকা পরেছে পর্যটকরা। যাত্রীরা পরেছে বিপাকে।
সকাল সারে ১০ টার পর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে সড়কগুলোকে। শহরের বাসষ্টেশন, ধনেশ চত্বর, সুয়ালকসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা পিকেটিং করে যানবাহন বন্ধ করে দেয়।
বান্দরবান মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ঝন্দু দাশ জানান, রবিবার শহরের কাছে সুয়ালক লম্বা রাস্তা এলাকায় একটি ট্রাকের সাথে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হায়দারের গাড়ির ধাক্কা লাগে। পরে ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে ট্রাক চালক মোঃ জাহাঙ্গিরকে ১৫ দিনের কারাদন্ড দেয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বান্দরবানের সব সড়কে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। ঘটনায় ট্রাক চালক মোঃ জাহাঙ্গিরের কোন দোষ ছিলনা বলে পরিবহন নেতারা জানিয়েছেন।
আলীকদম ইউ্এনওকে প্রত্যাহার ও ট্রাক চারক মোঃ জাহাঙ্গিরকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে পরিবহন ধর্মঘট লাগাতার ভাবে চলবে বলে জানান নেতৃবৃন্দরা।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহনী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স জানান, লোড করা গাছের ট্রাক আলীকদম ইউএনওর গাড়িকে যে ভাবে ধাক্কা দিয়েছে প্রাণ হানি শংকা বাঞ্চনিয়। অল্পের জন্য জীবন রক্ষা পেয়েছে। তাতে ট্রাক চালকের নুন্যতম ২ বছরের সাজা হওয়ার কথা। তবে চালক ক্ষমা চাওয়া এবং নিজের দোষ সিকার করায় তাকে ১৫ দিনের সাজা দেয়া হয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ট পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বান্দরবান মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমিটির সাথে প্রশাসনের বৈথক চলছে।
Leave a Reply