শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
আজ আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস। “বহুভাষায় সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হলো আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস।
আজ ৮ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৯ ঘটিকার সময় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এবং বান্দরবান উপানুষ্ঠানিক কর্মকর্তা মনজুর আলম। এছারাও র্যালীতে অংশ গ্রহন করেন বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও এবং ছাত্র-ছাত্রীরা।
র্যালী শেষে একটি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, নানা প্রতিবন্ধকতার কারনে শতভাগ সাক্ষরতা অর্জন করা সম্ভব হয়নি। তবে দেশে যতদিন পর্যন্ত একজনও নিরক্ষর থাকবে, ততদিন পর্যন্ত সরকার সাক্ষরতা কার্যক্রম চালিয়ে যাবে। উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে বিদ্যালয়বহির্ভূত শিশুদের প্রাথমিক শিক্ষা ও নিরক্ষরদের স্বাক্ষরজ্ঞান বিষয়টিকে কোনোক্রমেই হেলাফেলার চোখে দেখা যাবে না। ২০৩০ সালের মধ্যেই দেশের প্রত্যেকে সাক্ষরজ্ঞানসম্পন্ন নাগরিক হয়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply