বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
রিমন পালিত : স্টাফ রিপোর্টারঃ
জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় আজ ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে বান্দরবানে অরুন সারকী টাউন হল প্রাঙ্গনে পৌর ও বান্দরবান সরকারী কলেজ ছাত্রলীগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলন উপলক্ষে পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গন থেকে এক বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অরুন সারকী টাউন হলে গিয়ে শেষ হয় ।
পরে কলেজ পৌর ও বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ সমে¥লন প্রস্তুুত শাখার আহব্বায়ক মো: ইসমাইল এর সভাপতিত্বে সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা , এই সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ইসলাম বেবী,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-ধর্মবিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুর , এছাড়াও উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারন সম্পাদক জনী সুশীল সহ আরো অনেকে।
সম্মেলনে প্রধান অতিথিরা বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের সংগঠনের একটি অংশ । যুব সমাজকে আওয়ামী লীগের আদর্শ গড়ে তুলার জন্য গঠিত হয়েছে এই ছাত্রলীগ । যাতে করে নতুন প্রজন্মের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ আওয়ামী লীগের সকল কর্মকান্ড এবং তার আর্দশ অনুকরন করে দেশ সেবাই নিজেকে গড়ে তুলতে পারে । ছাত্র সমাজকে নেতৃত্বদান করার জন্য মূলত এই ছাত্রলীগ গঠন করা হয়েছে।
অতিথিরা আরো বলেন, এই মেধাবী তরুন ছাত্র-সমাজ একদিন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবে । তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সম্মেলনে উপস্থিত সকলে ছাত্র-ছাত্রীদের ভাল করে পড়া লেখার প্রতি মনোনিবেশ করতে বলেন এবং ভাল কর্মকান্ডের মাধ্যমে দেশের জন্য কাজ করে যাওয়ার পরামর্শ প্রদান করেন ।
Leave a Reply