মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
রিমন পালিত,স্টাফ রির্পোটারঃ
বান্দরবানে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ৬মে সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আসলাম হোসেন এর উপস্থিতিতে ২০১৮ সালের এস এস সি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বান্দরবান জেলার পরিক্ষার্থী ও সুধীজনের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সময় অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র ইসলাম বেবী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ধতর্ন কর্মকর্তাবৃন্দ ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বান্দরবান পার্বত্য জেলার সামগ্রীক উন্নয়ন সর্ম্পকে তুলে ধরেন এবং পার্বত্য জেলার শিক্ষার উন্নয়নে যে সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
ভিডিও কনফারেন্সিংয়ের প্রধানমন্ত্রী বলেন, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে আর দেশের চালিকা শক্তি নতুন প্রজন্মের ছোট, ছোট শিশুরা একদিন শক্ত হাতে এই দেশের হাল ধরবে । তাই দেশের উন্নয়নে তিনি সকলের অন্তরায় হয়ে কাজ করে যাচ্ছেন ।
প্রধান মন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের সাথে বাংলাদেশের ছেলে মেয়েরাও ডিজিটাল হচ্ছে। শিক্ষাখেত্রে তারা ব্যাপক উন্নতি করছে। বিভিন্ন শিক্ষামুলক প্রতিযোগিতায় তারা অগ্রণী ভুমিকা রেখে চলেছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের আরো ভাল করে মন দিয়ে পড়া শুনা করতে বলেন ।
Leave a Reply