স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এর আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট লীগের টুর্নামেন্ট উদ্ধোধন হলো। আজ ৯ নভেম্বর সোমবার সকালে বান্দরবান ঈদগাহ খেলার মাঠে উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি ইভান শিকদারের সভাপতিত্বে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী প্রমূখ।
বর্তমান সমাজ কে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া মুখি করা অবশ্যই প্রয়োজন । খেলাধুলা শরীর মন ও পড়াশুনায় উন্নতি ঘটায়। তাই জীবনকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই । তাই উপস্থিত সকল অতিথিরা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানায় অতিথিরা।
উক্ত খেলায় নিয়ে নিউগুলশান স্পোর্টিং ক্লাব ,বান্দরবান টিম ২ কে, ১২ ওবার ৬ উইকেটে ১৬১ রানের টার্গেটে পরাজিত করে বিজয়ী হয়। এতে ৭ টি টিম এ টুর্নামেন্ডে অংশগ্রহণ করার কথা জনান পরিচলনা কমিটি।
Leave a Reply