শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
মরণঘাটি করোনাভাইরাস সংক্রমণ রোধ ঠেকাতে জনগণের নিরাপদ দূরত্ব বজায় রাখতে বান্দরবান শহরে দুইটি ফার্মেসী দোকান ও ৪জনকে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর হাসান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
বুধবার ৮ এপ্রিল সকালে বান্দরবান শহরে সরকারের নির্দেশনা অমান্য করায় বাসন্তী ফার্মেসীকে ২ হাজার টাকা,এম আর ফার্মেসীকে ১ হাজার টাকা ও চট্টগ্রামের চন্দনাইশ থেকে ভাড়া নিয়ে আসা বান্দরবানে আসায় মাহিন্দ্র পিকাপ চালক শফি আলমকে ১ হাজার এবং প্রকাশ্যে ধূমপান করায় বিষ্ণু পদ দাশকে ৩ শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা সূত্রে জানা গেছে, প্রাণঘাটি করোনভাইরাস সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ রোধে নিরাপদ দুরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। সেনাবাহিনী ও পুলিশের সাথে যৌথ অভিযান পরিচলনা করা হয়।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমন থেকে বান্দরবানকে সুরক্ষা রাখতে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজন ছাড়া অযথা বাইরে বের না হতে আহবান জানান।
Leave a Reply