রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
স্মরণকালের ভয়াবহ বন্যায় দূর্বিষহ সময় পার করছে বান্দরবান পার্বত্য জেলার লক্ষাধিক মানুষ। ৫ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দুর্গম পাহাড়ে বসবাসরত কিছু পরিবার ছাড়া ক্ষতি হয়নি এমন পরিবার খুঁজে পাওয়া খুব কঠিন।
সরকারী বেসরকারী অফিস আদালত থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ এবারের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। একদিকে দুর্গমত্তা অন্যদিকে পাহাড়ধস ও রাস্তা থেকে কাঁদামাটির অপসারন না হওয়ায় এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত সম্ভব নয়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সঠিক তথ্য প্রশাসনের কাছে না পৌছায় এখনো পর্যন্ত জানা যায়নি জেলার ৭ উপজেলার ক্ষয়ক্ষতির চিত্র।
এদিকে সোমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন সমিতির ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
শক্তি ফাউন্ডেশন অফিসে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শক্তি ফাউন্ডেশনের চট্টগ্রাম এরিয়া প্রধান অতুল কর্মকার। এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আল ফয়সাল বিকাশ, শক্তি ফাউন্ডেশনের এরিয়া সুপারভাইজার এস এম তানজীর হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার সবুজ রায়, প্রমুখ উপস্থিত ছিলেন।
অতুল কর্মকার জানান, শক্তি ফাউন্ডেশন সারাদেশে দুর্যোগকালীন সময়ে মানবতার সেবায় কাজ করে আসছে। পাহাড়ী ঢলে ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে শক্তি ফাউন্ডেশন। কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত ৫৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, বান্দরবান ও লামা উপজেলায় স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য অনুদান, সদস্যদের সন্তানদের শিক্ষা বৃত্তি, জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করছে শক্তি ফাউন্ডেশন।
অপরদিকে পার্বত্য মন্ত্রণালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, সামাজিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। তবে প্রকৃত অসহায় ক্ষতিগ্রস্ত বানভাসিরা সরকারী ও বেসরকারী কোন সংগঠন থেকে এখনো ত্রাণ সামগ্রী পায়নি বলে অভিযোগ করেছেন অনেকে।
Leave a Reply