বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন
রিমন পালিতঃ স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি এত্মপ্রকাশিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বান্দরবান নয়াপাড়া গীতা আশ্রমের আয়োজনে এ কমিটি গঠন করা হয়। বান্দরবান গীতা আশ্রম কমিটির সভাপতি আশিষ আইচ এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান গীতা আশ্রম কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি নাথ সহ কমিটির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বান্দরবান কেন্দ্রীয় গীতা কমিটির সকলের অংশগ্রহণের মুক্ত মতামতের ভিত্তিতে ৩৫ সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই সময় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির সকল অতিথিবৃন্দ বলেন গীতা হলো মানুষের একটি চোখ। আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য গীতা শিক্ষার ওপর অবশ্যই গুরুত্বারোপ করতে হবে। প্রত্যেক মানুষের জন্য গীতা হল একটি জীবনের অন্তিম পথ শিক্ষা হলো এক অপরিমেয় ধারা। প্রত্যেক ধর্মের মানুষ এ শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। এই জন্য বান্দরবান জেলায় সনাতন ধর্মালম্বী সকল মানুষের জ্ঞান কে আলোকিত করার জন্য চালু হয়েছে গীতা শিক্ষা কার্যক্রম।
অনুষ্ঠানে উপস্থিত সকলে আশা করেন বান্দরবানে গীতা শিক্ষা কমিটি এলাকার সকল ছেলে-মেয়েদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করে সমাজে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে, আর এই জন্য বান্দরবান কেন্দ্রীয় এই গীতা শিক্ষা কমিটির বান্দরবানের সকল এলাকাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply