শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:১২ অপরাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে নদী রক্ষা পরিব্রাজক কমিটির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেস ক্লাব হল মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আয়োজনে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়।
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো: মনির হোসেন এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আগামী ১৯-২০ এপ্রিল অনুষ্ঠিত হবে ২ দিন ব্যাপি নদী রক্ষা পরিব্রাজক দলের সম্মেলন । বান্দরবান হিলভিউ কনভেশন সেন্টারে পার্বত্য নদী রক্ষা কমিটির উক্ত সম্মেলন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড: মুজিবুর রহমান হাওলাদার ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানানো হয় । আগামী কাল সকাল ১১ টায় নদী পরিদর্শনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হবে জানান নদী পরিব্রাজক কমিটির সভাপতি মো: মনির হোসেন ।
এই সময় তিনি আরো বলেন,বাংলাদেশ নদী মাতৃক দেশ। নদী বাঁচলে বাচঁবে দেশ । তাই আমাদের দেশের নদীকে রক্ষা করার জন্য প্রতিটা অবস্থান থেকে সকলকে সচেতন মহলের মাধমে একযোগে মিলে মিশে কাজ করে যেতে হবে এবং অবৈধভাবে যারা এই নদী দখল করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা নিতে হবে । তাহলে আমরা আবারো ফিরে পাব নদী মাতৃক বাংলাদেশ ।
Leave a Reply