বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
আদিবাসী জাতিসমূহের দেশান্তর প্রতিরোধ সংগ্রাম -এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে আর্ন্তজাতিক আদিবাসী দিবস।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান অরুণ সারকি টাউন হলে এসে শেষ হয় । অনুষ্ঠানটি উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান থোয়াইচপ্রু মাষ্টার।
র্যালিতে মারমা, চাকমা, ম্রো, বম, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর শত শত নারী-পুরুষ অংশ নেন। পরে বান্দরবান অরুণ সারকি টাউন হলে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মারমা, চাকমা, চাক আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। আদিবাসীদের মনোরম নৃত্য পুরো অনুষ্ঠান স্থলকে প্রাণবন্ত করে তোলে ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষে শুরু হয় আলোচনা সভা । আলোচনা সভায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি-২০১৮ এর আহবায়ক জলিমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির । এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা।
আলোচনা সভায় বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয় বরং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি করেন।সেই সাথে আদিবাসীদের সুরক্ষার দাবি জানান । এছাড়াও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের যথাযথ দাবি জানান।
Leave a Reply