বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন
রিমন পালিত, স্টাফ রির্পোটারঃ
বান্দরবানে বিশ্ব টেলি যোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ১৭ মে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সেমিনার ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, বিটিসিএল বিভাগের উপ সহকারী প্রকেীশলী মো: হারুনুর রশিদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ২০২১ সালে আমাদের দেশ হবে ডিজিটাল বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই লক্ষ্যকে সামনে রেখে সাশ্রয়ী সর্বজনীন ও নির্ভরযোগ্য টেলিযোগাযোগ এবং ডাক সেবা নিশ্চিতকরনের জন্য এখাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেলিযোগাযোগ অবকাঠামো সুবিধা দেশব্যাপী বিস্তৃতির মাধ্যমে দেশের প্রতিভাবান তরুন ও আগ্রহী উদ্যোক্তাদের সর্বোতভাবে সহযোগিতা কারনে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহন করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । এ বিভাগের বিভিন্নমূখী কর্মতৎপরতার ফলে তৈরী হচ্ছে উদ্যোক্তা বাড়ছে কর্মসংস্থান ঘটছে টেলিযোগাযোগ খাতের বিকাশ বৃদ্ধি পাচ্ছে রপ্তানি আয় । তাই সবাই আশা করছে বাংলাদেশ অতি দ্রুত উন্নত মানের দেশে পরিনত হবে।
অনুষ্ঠানের শেষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে টেলিকমিউনিকেশন সার্ভিসের ভূমিকা বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
Leave a Reply