শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ অপরাহ্ন
রিমন পালিত, স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বান্দরবানে উদযাপিত হলো পরিবেশ দিবস।
আজ ২০ জুন বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনকর আয়োজনে পরিবেশ অধিদপ্তর এর সহায়তায় এই দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হল রুম প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে পরিবেশ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, এছাড়া আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান বনবিভাগ কর্মকর্তা ব্রজগোপাল রাজবংশী সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বান্দরবান হলো প্রাকৃতিক সম্পদের এক অপার সম্ভাবনাময় জায়গা। প্রাকৃতিক পরিবেশের সব উপাদান আমাদের এই বান্দরবান পার্বত্য অঞ্চলে বিরাজমান। কিন্তু কিছু কুচক্রী মহলের কারণে এই অপার সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ গুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। প্রতিনিয়ত পাথর, বালু, এছাড়াও আরো অনেক প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে পাচার করে বান্দরবানের প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করে ফেলছে এই কুচক্রী মহল। তাই আমাদের এ বান্দরবানের প্রাকৃতিক সম্পদ কে বাঁচাতে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করে যেতে হবে। প্রত্যেক মানুষের মনে সচেতনতা তৈরি করতে পারলে এই এই প্রাকৃতিক সম্পদ বিনষ্ট কারীদের হাত থেকে প্রকৃতিকে বাঁচানো যাবে।
তাই অতিথি বৃন্দ উপস্থিত সকল ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের সকলের প্রতি আহ্বান জানান বান্দরবানের প্রাকৃতিক সম্পদ বৃদ্ধিতে সবাই যাতে একত্রিত হয়ে কাজ করে বান্দরবানের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে পারে সেজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
Leave a Reply