শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানের রুমা উপজেলায় মগ লিবারেশন পার্টির নেতা শীর্ষ সন্ত্রসীকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। আটককৃত মগ লিবারেশন পার্টির নেতার নাম মন্টু মারমা(২৯)।
রুমা থানার পুলিশ সূত্র জানাগেছে, গত বুধবার জেলার রুমা উপজেলার দূর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ১টি মোবাইল উদ্ধার করা হয়। আরও জানান, মন্টু মার্মা দীর্ঘদিন ধরে রুমার বিভিন্ন এলাকায় অপহরণ,চাঁদাবাজীসহ বিভিন্ন সন্ত্রাস মূলক কর্মকান্ড সংগঠিত করে আসছে। মন্টু মার্মা গত বছর রুমা উপজেলার বাসাদেও পাড়ার কারবারী অপহরণ এবং চলতি বছরের ২৫ জানুয়ারি পালিকাপাড়া থেকে ৪ কাঠুরিয়া শ্রমিককে অপহরণের সাথে সরাসরি জড়িত। মন্টুর বিরুদ্ধে রুমার দুই আদিবাসী কিশোরী ধর্ষণেরও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রুমা থানায় মামলা দায়েরের করা হয়েছে।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, আটককৃত মগ লিবারেশন পার্টির নেতা মন্টু মারমাকে এখনও সেনাবাহিনী আমাদের কাছে হস্থান্তর করেনি। হস্থান্তর করলে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply