বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। সেই সাথে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বান্দরবানে পাঁচ জন ডেঙ্গুর রোগী শনাক্ত করা গেছে। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এডিস মশা ও ডেঙ্গু রোগ যাতে ছড়াতে না পারে সেই লক্ষে জনগণের সচেতন করার জন্য পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ ১৬ আগষ্ট রোজ শুক্রবার সকালে বান্দরবান শহরস্থ উজানী পাড়া স্ব-মিল এলাকা থেকে শুরু করে শহরে প্রধান প্রধান সড়কে থাকা ময়লা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, আ”মীগের অংগ সংগঠনের নেতা কর্মী এবং সাংবাদিকসহ এই অভিযানে অংশ নেয়।
বান্দরবান শহর উজানী পাড়া থেকে শুরু করে শহরে প্রধান প্রধান সড়কে জমে থাকা ময়লা, দোকানের পাশে জমে থাকা ময়লা পরিস্কার করা হয় এবং দোকানিদের দোকানের পাশে ময়লার স্তুপ না রাখার সর্তক করা হয়। সেই সাথে নালা ও নর্দমায় মশার স্প্রে ছিটিয়ে মশা নিধন করা হয়। মাইকে করে ডেঙ্গুর বিভিন্ন সর্তক বার্তা এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে সচেতনতা বৃদ্ধি করা হয়।
Leave a Reply