শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পূর্বাহ্ন
রিমন পালিতঃ স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ৩১ আগষ্ট শনিবার রাত ১১ টায় তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ খোরশেদ আলম চট্টগ্রামের চন্দনাইশ থানার 8 নং ওয়ার্ডের দেয়ার পাড়া দক্ষিণ গাছবাড়িয়া মৃত গোলাম নবীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ গাছবাড়িয়া চন্দনাইশে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার নামে গাছবাড়িয়া চন্দনাইশ থানায় বিভিন্ন মাদক মামলা রয়েছে। সে আইনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ চন্দনাইশ থেকে পালিয়ে বান্দরবানের বিভিন্নস্থানে কাজ করার নামে নিজেকে আত্মগোপন করে। পুলিশ আরো জানায়, সে বেশ কিছুদিন ধরে বান্দরবানের মুরগির দোকানে কাজ কর্মরত ছিল, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তার চলাফেরার গতির লক্ষ্য করছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ খোরশেদ আলম বান্দরবান বাজার এলাকায় আছে, তারই ধারাবাহিকতায় শনিবার রাত ১১ টায় তাকে গ্রেফতার করতে গেলে পুলিশের গতিবিদি বুঝতে পেরে পালাতে চেষ্টা করলে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এএসআই সুদীপ বড়ুয়া ও তার সঙ্গীয় ফোর্সসহ তাকে কাঁচা বাজার হতে গ্রেফতার করে।
এই বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো শাহিদুল ইসলাম চৌধুরী জানান, আমরা অপরাধির তথ্য অনুযায়ী তাকে ধরার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালাচ্ছিলাম। আজ তাকে হাতেনাতে আমরা গ্রেফতার করতে পেরেছি। মামলার তদন্ত শেষে তাকে কোর্টে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এই সময় তিনি আরো জানান, যে বা যারা এ ধরণের অনৈতিক মাদক সেবনের সাথে জড়িত আমরা তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Leave a Reply