শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে মে দিবস উদযাপন করা হয়েছে। “শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উক্ত স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিউল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বান্দরবান জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও র্যালি ও সভায় বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ এবং বিভিন্ন শ্রমিক ইউনয়িনের সংগঠনগুলো অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, আর্ন্তজাতিক শ্রমিক দিবস যা মে দিবস নামে অভিহিত। প্রতি বছর ১লা মে তারিখে বিশ্বব্যাপি উদযাপিত হয়। এটি আর্ন্তজাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে। বিশে^র প্রায় ৮০টি দেশে ১লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারীভাবে পালিত হয়।
Leave a Reply