বুধবার, ২৫ মে ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
বান্দরবান বাজারে নিত্যপণ্য ও ভোগ্যপণ্য সমূহের বাজার দর স্থিতিশীল রাখাসহ জনসচেতনতা সৃষ্টি করনের লক্ষ্যে স্থানীয় সরকার পেীর সভা আইনের ১০৮ এর ১৯ ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে ।
সহকারী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন এর পরিচালনায় আজ মঙ্গলবার ১৪ মে বিকালে বান্দরবান বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয় । এই সময় বৈধ কাগজ পএ ও ট্রেট লাইসেন্স না থাকায় হাজী ইসহাক স্টোরকে ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয় ।
মোবাইল র্কোট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সেনিটারী কর্মকর্তা সুশিলা কর্মকার, সহাকারী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন বাজারস্থ সকল দোকানীসহ উপস্থিত ক্রেতা সাধারণকে স্থানীয় সরকার আইন যথাযথ পরিপালনের জন্য সার্বিক নির্দেশনা প্রদান করেন । এছাড়া ও তিনি আশেপাশের অনান্য দোকান ও হোটেলগুলোকে সর্তক করেন।
ভাল পরিবেশে রান্না করা খাবার খেয়ে যাতে সবাই সুস্থ থাকে সেদিকে লক্ষ্য রেখে হোটেল মালিকদের ভাল পরিবেশে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না করার আহব্বান জানানো হয় সাথে সকল প্রত্যেক দোকান ও প্রতিষ্ঠান সমুহকে সকল বৈধ কাগজ পত্র রাখার নির্দেশ দেন।
Leave a Reply