বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:
ক্রেতা হয়রানি বন্ধে পণ্যের মূল্য তালিকা না থাকায় বান্দরবানে মোবাইল র্কোট অভিযান পরিচালনা করা হয়েছে ।
আজ ২৩ জুলাই রবিবার বিকাল ৫ ঘটিকায় নিার্বহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পালের পরিচালনায় এই মোবাইল র্কোট পরিচালিত হয়। এই সময় তিনি মধ্যম পাড়া , উজানি পাড়া ও চৌধুরী মার্কেট এলাকায় বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং পণ্যের গায়ে মুল্য তালিকা ও মেয়াদ বিহীন পণ্যে বিক্রি করায় মুল্য তালিকা প্রদর্শন আইনের ৩৮ ধারায় চৌধুুুরি মার্কেটের আই ফেসনকে ৩ হাজার টাকা ও মাওলানা ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
পাশা পাশি প্রত্যেক কসমেটিক সামাগ্রী ও রকমারী ষ্টোরগুলোকে সব পণ্যের গায়ে মূল্য তালিকা লাগানোর পরার্মশ প্রদান করেন , তা না হলে যারা সাধারন জনগণকে ঠকিয়ে দ্রব্য সামগ্রীর বেশি মুল্য রাখবনে তাদের প্রক্যের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে সর্তক করা হয় ।
তাছাড়া সুষ্ঠ ভাবে ব্যাবসা পরিচালনা করার জন্য সকল কসমেটিক ও রকমারী সামগ্রীর দোকান মালিক ও সদস্যদের নিয়ে সকল পণ্যের গায়ে দ্রব্য মূল্য লাগানোর বিষয়ে বৈঠক করার পরার্মশ প্রদান করেন ।
Leave a Reply