সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে বোমাং সার্কেলে খাজনা আদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে । প্রতি বছর ন্যায় এবছরও ১৪১তম খাজনা আদায় রাজপূণ্যাহ মেলা হতে যাচ্ছে। তবে রাজ পরিবারের পক্ষ থেকে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে বোমাং কার্যালয় সূত্রে জানা গেছে।
বোমাং সার্কেল অফিস ক্লার্ক অংজাই উ খেয়াং জানান, এবারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। রাজা উচপ্রু জৈষ্ঠ পুত্র চসিং প্রু (বনি) ঢাকা থেকে আসলে পারিবারিক আলোচনায় সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠানিকভাবে রাজপূণ্যাহ মেলা জানিয়ে দেয়া হবে বলে বান্দরবান প্রতিদিনকে বলেন।
Leave a Reply