শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
মরমি মনিষী মহাত্মা লালন ফকির সাইঁজির ১২৯ তম তিরোভাব দিবস উপলক্ষে লালন সংবর্ধনা ও স্মরনোৎসব ও লালন সংঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
আজ ১৯ এপ্রিল শুক্রবার বিকালে বান্দরবান লালন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে এই অনুষ্টানের আয়োজন করা হয় । বান্দরবান লালন পরিষদের সভাপতি দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং । এই সময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার .পেীর মেয়র ইসলাম বেবী,জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ ,কুষ্টিয়া লালন পরিষদের সদস্যবৃন্দ সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে অথিতিরা বলেন, লালন হলেন একজন ভাব জগৎতের মানুষ । মানুষের মধ্য বিভাদ ভুলে ভাল ও সৎ পথে চলার জন্য সাধনার জগৎ বেছে নিয়ে মানুষের সেবা করেছেন এবং তার গানের মাধ্যমে তুলে এনেছেন সকল মানুষের মনের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে । তাই তিনি গেয়ে গেছেন সময় গেলে সাধন হবে না ।
প্রতি বছর এই দিনে তার স্মরনোৎসব পালন করেন বান্দরবানের লালন ভক্তবৃন্দ ।
Leave a Reply