সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:
মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর ,মানুুষের কল্যানে নিজের জীবন উৎর্সগ করা লোকগুরু লালন ফকিরের আত্মার সৎগতির স্মরনে লালন স্মরন উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকালে বান্দরবান লালন পরিষদের আয়োজনে মুক্ত মঞ্চ প্রঙ্গনে এই স্মরন সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে লালন স্মরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এই সময় অনান্যের মধ্যে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহীন এন ইউপি (পিএসসি), পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ,পেীর মেয়র ইসলাম বেবী ,জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ ,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, কুষ্টিয়া লালন পরিষদের সাইঁজী ওস্তাদ আক্কাছ আলী সহ আরো অনেকে ।
অনুষ্টানে অতিথিরা মরমী সাধক লালন ফকিরের বিভিন্ন জীবনী তুলে ধরেন এবং তার মত সৎ গুরুর আত্মাা সৎ গতি কামনা করে দেশের সকল মানুষের মঙ্গল ও শান্তি কামনা করেন । অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ লালন সঙ্গীতের আসরের আয়োজন করা হয়।
Leave a Reply