শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে পার্বত্য জেলার মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার ২৯ সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা সোমা রানী রড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন প্রমুখ ।
জেলা প্রশাসক মো: আসলাম হোসেন বলেন, একজন শিক্ষক হল একটা জাতির দর্পন। একজন ভাল শিক্ষক পারে একটি জাতির জীবন পরির্বতন করে দিতে। মাতা পিতার পরে যার স্থান তিনি হলেন একমাএ শিক্ষাগুরু। তাই দেশের উন্নয়নে ছেলে মেয়েদের আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষকদের আরো দায়িত্ববান হওয়ার জন্য আহব্বান জানান ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মুক্ত আলোচনা করেন এবং শিক্ষার মান উন্নয়নে সকলের পরার্মশ গ্রহন করেন।
Leave a Reply