শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান পৌর এলাকা ৯ নং ওয়ার্ড বনানী স্ব’মিল বাসিন্দা মুদি ব্যবসায়ি আব্দুল শুক্কুরের মেয়ে মুশফিকা আক্তার (৪)কে একই বিল্ডিং এর বাসিন্দা ড্রাইভার মোঃ জহিরুল ইসলাম (৩৮) ছাদে নিয়ে গিয়ে যৌন কামনা করার চেষ্টা করেছে বলে পুলিশের এজাহার সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২০ শে আগষ্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময়।
মেয়ের পিতা আব্দুল শুক্কুর(৩৮) বলেন, বাজারে আমার একটি মুদির দোকান রয়েছে। ড্রাইভার মোঃ জহিরুল ইসলাম(৩৮) মনু সওদাগরের বিল্ডিং এ পাশাপাশি ভড়াটিয়া হিসেবে দীর্ঘদিন বসবাস করছি। মঙ্গলবার বিকালে প্রায় সাড়ে ৩ ঘটিকার সময় আমর মেয়ে ও ছোট ভাই খানে আলম দোকনের জন্য কিছু মালামাল এনে বাড়ির বিল্ডিং এর নিচে রাখে। মালামাল নেয়ার শেষ হলে সে আমার মেয়েকে বাসায় পৌছে দিবে বলে আমি চলে আসি। মেয়েকে বাসায় পৌছে না দিয়ে সোজা ছাদের উপরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চেষ্টা করলে আমার মেয়েটি কান্নাকাটি শুরু করলে সে ছেড়ে দেয়। মেয়েটি বাসায় এসে তার মাকে বলে বৃষ্টির আব্বু আমাকে অনৈতিক কাজ করতে চাইছে । বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষনিক ড্রাইভার মোঃ জহিরুল ইসলামের স্ত্রীর কাছে বিষয়টি জানতে চাইলে সে অশ্লিল ভাষায় গালিগালাজ করে।
বান্দরবন সদর থানা কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, মেয়ের পিতা শুক্কুর তার মেয়েকে যৌন কামন চরিতার্থ করার অভিযোগে একটি মামল রুজু করা হয়েছে। এবং অভিযুক্ত আসামি ড্রাইভার মোঃ জহিরুল ইসলাম (৩৮)জিজ্ঞাসাবাদে যৌন কামনা মিতানোর কথা শিকারও করেছে।
Leave a Reply