মোঃ শফিকুর রহমান (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানে মানবতার সেবায় বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে বান্দরবান সেনাজোন শানিত (২৬বীর)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান সেনা জোন ২৬ বীরের অধিনায়ক লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএসসি এর নেতৃত্বে এবং বান্দরবান সেনা জোনের ব্যবস্থাপনায় জামছড়ি পাড়ায় দরিদ্র ও দূঃস্থ জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এতে ৩০০ এর অধিক অসহায় ও দূঃস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছে। চিকিৎসা সেবা প্রদান করেন সেনা জোন ২৬ বীরের অধিনায়ক লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএসসি নির্দেশনায় ক্যাপ্টেন ডাঃ মোঃ সানাউল্লাহ, আর এম ও,শানিত ২৬ বীর এবং ক্যাপ্টেন ডাঃ মুমতারিন মুনমুন, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স।
শিশু, মহিলা ও প্রসূতি বিষয়ক চিকিৎসা ছাড়াও মেডিসিন বিষয়ক সকল রোগের চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হয় এবং বিনামূল্যে বিতরণ করা হয় জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ঔষধ। ক্যাম্পেইনে বাচ্চাদের জন্য কৃমিনাশক ট্যাবলেট এবং ওরস্যালাইন বিতরণ করা হয়।
Leave a Reply