শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে থাকছে চারদিনব্যাপী নানান অনুষ্ঠানমালা।
এই উপলক্ষে আজ রবিবার সকালে বেলুন উড়িয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের মহাশোভাযাত্রার উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শোভাযাত্রাটি বান্দরবানের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নানা রং এ বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি সেজে শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যনার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশ ।
আগামী ০৪ সেপ্টেম্বর ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের ।
Leave a Reply