শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে অনুদান ও ব্যাক্তি পর্যায়ে বিশেষ চেক বিতরন করা হয়েছে।
আজ ৭ জুলাই শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বান্দরবানস্থ বাসভবন হল রুমে এই চেক বিতরন অনুষ্ঠিত হয় ।
এই সময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং , পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার , পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা, সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মিল্টন মুহুরীসহ বিভিন্ন উপজেলার অসহায় ও অসচ্ছল ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বিভিন্ন সেচ্ছাসেবী ৫ টি প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ১ লক্ষ ৮৩ হাজার টাকা , রোগী কল্যান সমিতি , শহর সমাজ উন্নয়ন প্রকল্প , অপরাধী সংশোধন ও পূর্নবাসন সমিতিসহ ১১ টি প্রতিষ্ঠানকে ৩০ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১০ জন অসচ্ছল ব্যাক্তিকে ৮ হাজার টাকা করে ৮০ হাজার টাকা প্রদান করা হয় ।
অনুদানের চেক বিতরন শেষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পাহাড়ী এলাকায় সমাজ উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর সাধারন মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছে ।
সমাজের অবহেলিত মহিলাদের নানান কর্মমুখি প্রশিক্ষন দিয়ে তাদের এগিয়ে নিয়ে প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রকল্পে কাজ করে যাচ্ছে। আগামীতেও দেশের উন্নয়নে তাদের এই সমাজ কল্যান মূলক সকল ধারা অব্যহত থাকবে ।
Leave a Reply