শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে সকরারি যাকাত ফান্ডের আর্থিক সাহায্য বিতরন করা হয়েছে । আজ ৮ আগষ্ট বুধবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই যাকাতের টাকা প্রদান করা হয় ।
জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের সভাপতিত্বেু যাকাত ফান্ডের টাকা বিতরন অনুষ্ঠানে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুনিরুজ্জামান, মো: মাহুফুজুর রহমান, মো: আবুদল হাই , মো:আবু তালেব প্রমুখ ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, অসহায় দু:স্থ মানুষের সেবার কল্যানে প্রতি বছর এই সরকারি যাকাত ফান্ডের টাকা বিতরন করা হয়। সরকার এই গরীব দুখী মানুষের পাশে সহয়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সব সময় পাশে থাকেন । আর তারই ধারাবাহিকতায় এই বছর বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৬ টি পরিবার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪ টি পরিবারের মোট ৩০ জন অসহায় দুস্থ সদস্যদের মাঝে ৬ হাজার করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার সকরারি যাকাত ফান্ডের টাকা প্রদান করা হয় ।
Leave a Reply