বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে পারিবারিক দন্ধের জের ধরে সাবেক পাড়া প্রধান ও তার ছেলে নিহত হয়েছে।
৩ আগস্ট শুক্রবার গভীর রাতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের উজানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উজানী পাড়ার সাবেক পাড়া প্রধান (কার্বারী) ক্যঅং প্রু মারমা (৬৫) ও তার ছেলে মংএ চিং মারমা (৩২)। এ সময় গুলিতে আহত হয় ছোট ছেলে মংপ্রু হা মারমা (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাড়ার নতুন কার্বারী মংরে অং মারমার সাথে ক্যঅং প্রুর দীর্ঘদিনের দন্ধে চলছিল। বৃহস্পতিবার পাশ্ববর্তী একটি জুমে কীটনাশক ছিটানো নিয়ে ক্যঅং প্রুর সাথে মংরে অং এর মধ্যে ঝগড়া হয়। পরে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা পাড়া প্রধানের বাসা ঘেরাও করে গুলি ও ছুরিকাঘাত করে তাদের হত্যা করে।
পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, গভীর রাত একদল লোক সাবেক কার্বারী ক্যঅং প্রুর বাসায় হানা দিয়ে তাকে গুলি করে হত্যা করে। পরে তারা তার ছেলে মংএ চিং কে ধরে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। অতপর ছেলে মংপ্রু মারমার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, পাড়া প্রধান ক্যঅংপ্রু মারমা মরদেহ বাসায় পাওয়া গেলেও তার ছেলে মংএ চিং এর মরদেহ পাড়ার পাশে একটি ঝর্ণার কাছ থেকে উদ্ধার করা হয়। দুপুরে পাড়ার লোকজন জন প্রতিনিধিদের খবরটি জানায়। শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশের ধারণা, পাড়ার বর্তমান কার্বারী মংরে অং মারমার সাথে আধিপত্য ও পারিবারিক দন্ধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার পর থেকে পাড়া প্রধান মংরে অং পলাতক রয়েছে। ওই পাড়ায় আতংক বিরাজ করছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল হক জানান, এলাকাটি রুমা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিক দন্ধের জোরে ঘটনাটি ঘটেছে বলে খবর পেয়েছি।
উল্লেখ্য গত বছর ওই পাড়ায় এক স্কুল শিক্ষককে হত্যার জের ধরে সাবেক পাড়া প্রধান ক্যঅং প্রু বর্তমান পাড়া প্রধান মংরে অংএর বিরুদ্ধে মামলা করে। এতে মংরে অংকে পুলিশ গ্রেফতার করে। কয়েকদিন আগে মংরে অং জামিনে বের হয়ে সাবেক পাড়া প্রধানকে দেখে নেয়ার হুমকি দেয়।
Leave a Reply