শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সুরের তালে গান গেয়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক রোড শো ২০১৮ জয়যাত্রা অনুষ্ঠিত হয়েছে বান্দরবানে। আয়োজন করেছে আই ই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বাস্তবায়ন করেছে উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর বান্দরবান ।
আজ সোমবার ৭ মে সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বান্দরবান প্রেসক্লাব ট্রাফিক মোড় এলাকা থেকে রোড শো জয়যাত্রা শুরু করে। বান্দরবান বালাঘাটা,কালাঘাটা,ক্যচিংঘাটা,হাফেজ ঘোনা, বাসষ্টেশনসহ শহড়ে মোড়ে,মোড়ে,প্রধান সড়কে সুরের তালে গান গেয়ে রোড শো করা হয়।
বান্দরবান ৭টি উপজেলায় কর্মরত কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগণ নিজন্ব ইউনির্ফম পরে গাড়ি বহরে রোড শোতে অংশ গ্রহন করেন। ঢাকা থেকে আগত বাংলাদেশ টিলিভিশন ও বেতার শিল্পিরা গান গেয়ে আনন্দমুখর পরিবেশ করে তুলে। এসময় পরিবার পরিকল্পনা মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
পরামর্শ ও সেবার জন্য স্যাটেলাইট ক্লিনিক,কমিউনিটি ক্লিনিক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ,জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতাল,এনজিও ও বেসরকারি ক্লিনিকে সহায়তা নিতে বলা হয়।
রোড শো জয়যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, ডা: অং চালু উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর বান্দরবান। এমরান হোসেন সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, ডা: নুরচ্ছফা চৌধুরী ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পরিবার পরিকল্পনা বান্দরবান।
Leave a Reply