শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
রিমন পালিত, স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে জাতীয় স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে অগ্নি নর্বিাপণ ও ভূমিকম্পনের সময় উদ্ধার তৎপরতার কাজের মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রলি) সকাল ১১ টায় বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এই অগ্নি নির্বাপণ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা।
অগ্নি নির্বাপণ মহড়ায় সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা বলনে, চৈত্র মৌসুমে বান্দরবান পাহাড়ি এলাকায় আগুন লাগার ভয় আসে যায়। কারন পাহাড়ি এলাকায় গ্রাম গুলো থাকে জঙ্গল এলাকায়, যখন পাহাড় শুকিয়ে যায় তখন গাছ পালা,লতা পাতা ও শুকিয়ে যায়। যো কোন সময় আগ্নিকান্ড বা দুর্যোগ ঘটনা ঘটতে পারে। তাই প্র্যকটি পাড়া- মহল্লায় জনগণকে সর্তক থকার পরামর্শ দেন।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরহাদ উদ্দিন বলেন, জনগণকে সচতেন করার লক্ষে দুর্যোগ মোকাবেলা ও অগ্নি নির্বাপন মহড়ার অংশ হিসেবে আমরা বান্দরবান সরকারি মহিলা কলেজ ,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ডনবস্কো উচ্চ বিদ্যালয়, পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বীর বাহাদুর স্কুল এন্ড কলেজসহ বান্দরবান সদর হাসপাতালে এ অগ্নি নির্বাপণ ও ভূমিকম্পের সময় উদ্ধার তৎপরতার কাজের মহড়া প্রর্দশন করা হয়েছে। যাতে করে আগুন লাগলে প্রথম অবস্থায় কিভাবে আগুন নেভানো যায় সেটিয় দেখানো হয়েছে। আগামীতে ও আমাদের এ মহড়া চলমান থাকবে।
বান্দরবান সদর হাসপাতালরে আরএমও ডাক্তার মাজেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর এস এম মোবাশ্বের হোসেন, বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আকবর, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মারমা প্রমূখ।
Leave a Reply