বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৮:২৪ অপরাহ্ন
মোঃ শফিকুর রহমান (বান্দরবান) প্রতিনিধিঃ
আজ সকাল ১১ টায় বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মসজিদের ইমামদের নিয়ে জেলা পরিবার পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দাউদুল ইসলাম জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অংসুইপ্রু মারমা সিভিল সার্জন বান্দরবান পার্বত্য জেলা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান পার্বত্য জেলা।
এতে আরো উপস্থিত ছিলেন বান্দরবান এর বিভিন্ন মসজিদের ইমামগণ ও বান্দরবান ইসলামি ফাউন্ডেশন এর কর্মকর্তা কর্মচারীগণ।
উক্ত সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন বাংলাদেশ সরকার শিশু স্বাস্থ্যসেবা রক্ষার জন্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে এই টিকা প্রদান করলে শিশু স্বাস্থ্য ঠিক থাকবে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে এই টিকা ৯ মাস বয়সের শিশু থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত এই টিকা প্রদান করা যাবে। বাংলাদেশের প্রতিটি জেলায় একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ শুরু হবে।
Leave a Reply