রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতাঃ
বান্দরবান বোমাং সার্কেলে ১৪তম প্রয়াত বোমাংগ্রী মংশৈপ্রু চৌধুরির সহধর্মীনি বড় রানী অনুমা মৃত্যুবরণ করেছে পুরানো রাজ বাড়ির নিজ বাসভবনে। মুত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বড় রানীর মুত্যুতে ছুটে আসেন গণ্যমান্য বক্তিবর্গ , রাজনীতিবিদ ও রাজ পরিবাবেরর সদস্যরা গভীর শোক প্রকাশ করেন।
রাজ পরিবার সূত্রে জানা গেছে, আজ ২৬ জানুয়ারী রবিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় পুরান রাজবাড়ি তার নিজস্ব বাসভবনে মুত্যু বরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। পারিবারিকভাবে বড় রানী অনুমা মরদেহ কবে সংস্কার করা হবে তা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
Leave a Reply