বুধবার, ২৯ Jun ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে ৫০টি পরিবারের মধ্যে বাশেঁর চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। “ পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসূচি হিসাবে উন্নতজাতের বাঁশ উৎপাদন” শীর্ষক প্রকল্পের পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড ইফনিট অফিস ,বান্দরবান এর উদ্দ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৩০জুন সকাল ১০টায় বান্দরবান পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের প্রাঙ্গণে ৪০জন নারী-পুরুষদের মধ্যে বাঁশের চারা বিতরণ করা হয়।
এছাড়াও ১৪টি ধান মাড়াই মেশিন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ ও গাভী পালন প্রকল্পের ফিল্ড সুপারভাইজারদের জন্য ৫টি মটর সাইকেল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, প্রকল্প কর্মকর্তা মোঃ আজিজ,পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াছির আরাফাতসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাগণ।
Leave a Reply