বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
পাহাড়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহি একটি বড় উৎসব হচ্ছে সাংগ্রাই। মারমা ১৩৮১ সাল (সাক্করই) মাহা সাংগ্রাইং পোয়েঃ কে বরণ করে নিতে প্রতি বছর ন্যায় এবছরও বান্দরবানে সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ৪ দিন ব্যাপি অনুষ্ঠানের সময় সূচী ও নিরাপত্তাকে সামনে রেখে বান্দরবান উৎসব উদযাপন পরিষদ বান্দরবানে কর্মরত সাংবাদিক, পুলিশ, ট্রাফিক পুলিশ, টমটম ও মাইক্রো মালিক সমিতি সভাপতিদের নিয়ে একটি সংবাদ সন্মেলন আয়োজন করেছে।
আজ ৬ এপ্রিল রোজ শনিবার সকালে বান্দরবান শহরে রী স্বংস্বং রেস্টুরেন্টে বান্দরবান উৎসব উদযাপন পরিষদ এই সংবাদ সন্মেলন আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন, উৎসব উদযাপন পরিষদের সভাপতি হ্লাএমং, সাঃ সম্পাদক কো কো চিং, প্রচার সম্পাদক নুমং প্রু।
সংবাদ সন্মেলনে বলেন, পাহাড়ে অশান্তি বিরাজ করছে। রাঙ্গামাটিতে সাংগ্রাই বর্জন করা হয়েছে। সবদিকে খেয়াল রেখে সম্প্রীতি বান্দরবান বজায় রেখে সবার সহযোগিতা নিয়ে এই উৎসবকে সুন্দর করে তুলতে এই সংবাদ সন্মেলন। কিছু উশৃঙ্খল ছেলে মেয়ে আছে রাস্তায় অফিসগামি, পথচারিদেরকে পানি বর্ষণ করে। অনেকেই রেগে যান বা অসুবিধা সম্মুক্ষীন হতে হয়। এসব দিক দিয়ে মাথায় রেখে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বাইরে থেকে যারা আসে তারা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে ছবি বা ভিডিও করতে দেখা যায়। এবারে সেচ্ছাসেবকের মাধ্যমে শৃঙ্খলা আনা হবে। সেই সাথে বেপরোয়াভাবে টমটম ও মহিন্দ্র গাড়িগুলোতে পানির দ্রাম নিয়ে রাস্তায় পথচারিদের পানি বর্ষণ করতে না পারে মালিক সমিতিকে অনুরোধ করা হয়।
এবারে অনুষ্ঠান এলাকা রাজার মাঠে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের জন্য সি সি ক্যামেরা আওতায় আনার উৎসব উদযাপন পরিষদকে অনুরোধ জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্জয়।
এবার ৪দিন ব্যাপি সময় সূচীতে থাকছে, ১৩ এপ্রিল শনিবার সকাল ৭ টায় ম্যারাথন দৌড়, সকাল ৮টায় সাংগ্রাই র্যালী মঙ্গল শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা , সকাল ৯ টায় বায়োজ্যেষ্ঠ পুজা।
১৪ এপ্রিল বিকাল ৩ টায় বুদ্ধ মুর্তি ¯œান, উজানী পাড়া, খেয়া ঘাট। রাত ৮টায় পিঠা তৈরী অনুষ্ঠান।
১৫ এপ্রিল বিকাল ৩টায় আলোকচিত্র প্রদর্শনী, পনে ৩ টায় মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনা করবেন, মারমা শিল্পী গোষ্ঠী, এফ এম ব্যান্ড ও ঙোয়েলারং।
১৬ এপ্রিল বিকালে পানি বর্ষণ, ক্রীড়া প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশন করবে স্থানীয় শিল্পীবৃন্দ।
Leave a Reply