শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বান্দরবান শহরে উজানী পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ হিসেবে ড. উ সুওয়াইন্না মহাথেরকে নিয়োগ দিয়েছে বিহার কর্তৃপক্ষ। এ উপলক্ষে নতুন বিহারাধ্যক্ষকে বরণ করতে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে দায়ক-দায়িকাবৃ্ন্দ।
আজ ১১ মে শবিবার সকালে বান্দরবান শহর উজানী পাড়া কেন্দ্রীয় বিহার রাজগুরু বৌদ্ধ বিহারে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বান্দরবান শহরে বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও দায়ক-দায়িক এবং বোমাং সার্কেলের ১৭তম বোমাং রাজা উচপ্রু চৌধুরীসহ রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৮ এপ্রিল বিহারাধ্যক্ষ উ চাইন্দাওয়ারা ভিক্ষু ৬৪ বছর বয়সে পরলোকগমন করেন। দেড় মাস পর শনিবার অভিষেকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন নতুন বিহারাধ্যক্ষ ড. উ সুওয়াইন্না ভিক্ষু।
প্রসঙ্গত, ড. উ সুওয়াইন্না মহাথের ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বিহার রাজ্যে মগধ বিশ্ববিদ্যালয় থেকে ‘বৌদ্ধ ধর্মীয় শিক্ষা’ বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এর আগে গত ৮ এপ্রিল বিহারাধ্যক্ষ উ চাইন্দাওয়ারা ভিক্ষু ৬৪ বছর বয়সে পরলোকগমন করেন। দেড় মাস পর আজ অভিষেকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন নতুন বিহারাধ্যক্ষ ড. উ সুওয়াইন্না ভিক্ষু।
Leave a Reply